-3 C
New York

রাফা ক্রসিং ‘সীমিত পরিসরে’ খুলতে রাজি ইসরায়েল

ইসরায়েল জানিয়েছে, সবশেষ জিম্মির মরদেহ উদ্ধার করার পর গাজা ও মিসরের মধ্যকার রাফা ক্রসিং সীমিতভাবে পুনরায় খোলার অনুমতি দেওয়া হবে। আজ সোমবার এএফপির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

গাজায় মানবিক সহায়তার জন্য গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিং পুনরায় খোলা ট্রাম্পের অক্টোবরের যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ। ইসরায়েলি সেনারা যুদ্ধ চলাকালীন সীমান্তটি দখল করার পর থেকে এটি বন্ধ অবস্থায় রয়েছে।

রোববার জেরুজালেমে আলোচনার সময় মার্কিন দূতরা ইসরায়েলি কর্মকর্তাদের সীমান্তটি পুনরায় খোলার জন্য চাপ দিয়েছিলেন বলে ইসরায়েলি গণমাধ্যেমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও মানবিক সহায়তা সংস্থাগুলোর দাবি, গাজায় যেন আরও বেশি ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়। 

দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে বিধ্বস্ত গাজার বাসিন্দারা এখন অত্যাবশ্যকীয় চিকিৎসা সরঞ্জাম, খাদ্য ও অন্য জিনিসপত্রের সরবরাহের জন্য ত্রাণের ওপর পুরোপুরি নির্ভর করছেন।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় সোমবার জানিয়েছে, ইসরায়েল পুনরায় রাফা ক্রসিং খোলার জন্য সম্মত হয়েছে। তবে শুধুমাত্র পথচারীদের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। আর এটি সম্পূর্ণ ইসরায়েলি তল্লাশি ব্যবস্থার আওতায় চালু হবে।

এক বিবৃতিতে বলা হয়েছে, সব জীবিত জিম্মি ফিরিয়ে দেওয়া এবং হামাসের পক্ষ থেকে মৃত জিম্মিদের মরদেহ উদ্ধার ও ফেরত দেওয়ার শতভাগ প্রচেষ্টার ওপর এই পদক্ষেপ নির্ভর করবে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা রোববার গাজা অঞ্চলে শেষ জিম্মি র‍্যান গিভিলির মরদেহ খুঁজে বের করার জন্য একটি সমাধিক্ষেত্রে তল্লাশি চালাচ্ছে।

নেতানিয়াহুর কার্যালয় জানায়, এই অভিযান শেষ হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী ইসরায়েল রাফা ক্রসিং খুলবে।

গাজার নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসক আলি শাথ জানিয়েছিলেন, দুই দিক থেকেই ক্রসিং এই সপ্তাহে খোলা হবে।

শাথ বৃহস্পতিবার দাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরামে বলেন, গাজার ফিলিস্তিনিদের জন্য রাফা শুধু একটি গেট নয়, এটি বেঁচে থাকার আশ্রয় ও সুযোগের প্রতীক।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার জেরুজালেমে আলোচনার সময় নেতানিয়াহুকে রাফা সীমান্ত পুনরায় খোলার জন্য চাপ দিয়েছিলেন।

Related Articles

Latest Articles