-4.6 C
New York

দূষিত বাতাসের শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকা

দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় আজ সোমবারও শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। সকাল সাড়ে ৮টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বা বায়ুর মান সূচকের গড় স্কোর ছিল ২৭৩, যা ভীষণ অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। 

রাজধানী ঢাকার মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর মান পাওয়া গেছে কুর্মিটোলা এলাকায়, যার স্কোর ৪৩৫। বায়ুর মানের ক্ষেত্রে এটি বিপজ্জনক। 

গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বা বায়ুর মান সূচকের গড় স্কোর ছিল ৩১৬, যা বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।  

দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ১৯৯ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার। ১৯৪ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৮৯ স্কোর নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে চীনের উহান। ১৮৮ স্কোর নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় শহর। 

বায়ুদূষণের তালিকায় নিয়মিত প্রথম সারিতে থাকা পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি তালিকায় রয়েছে ষষ্ঠ ও অষ্টম অবস্থানে। লাহোরের স্কোর ১৮৩, দিল্লির স্কোর ১৮০। গত কয়েকদিনের তুলনায় এই দুটি শহরের বায়ুর মান কিছুটা উন্নতি হলেও এখনো তা অস্বাস্থ্যকর। 

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত দূষিত শহরের তালিকা প্রকাশ করে।

বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচকের তথ্য অনুযায়ী বোঝা যায়, একটি নির্দিষ্ট শহরের বায়ু কতোটুকু নির্মল বা দূষিত। 

আজ ঢাকার গড় বায়ুর মানের স্কোর ২৭৩ হলেও কিছু এলাকার বায়ুর মান এরচেয়েও শোচনীয় পর্যায়ে। কুর্মিটোলা এলাকার স্কোর ৪৩৫, ধানমন্ডির স্কোর ৩৪৮, মিরপুরের সাগুফতা হাউজিং এলাকার বায়ুর স্কোর ৩৪৮, উত্তরার রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট এলাকার স্কোর ৩০৩।

আজ ঢাকার বায়ুর মানের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি নগরবাসীকে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে বাইরে ব্যায়াম করা থেকে বিরত থাকা, দূষিত বাতাস যেন ঘরে ঢুকতে না পারে তাই জানালা বন্ধ রাখা, বাইরে যেতে হলে সবসময় মাস্ক পরিধান করা। এবং সম্ভব হলে এয়ার পিউরিফায়ার ব্যবহার করা।

বায়ুর মানের ক্ষেত্রে বাতাসে একিউআই মান শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তখন এই বায়ুকে ‘ভালো বায়ু’ হিসেবে বিবেচনা করা হয়। বায়ুর মানের স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে, সে বায়ুর গুণমানকে ‘সহনীয়’ বলে বিবেচনা করা হয়।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’, ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ বলা হয়, যা মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো— অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।  

ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। ঢাকার বায়ুর গুণমান সাধারণত বর্ষাকালে কিছুটা উন্নত হলেও শীতকালে চরম অস্বাস্থ্যকর হয়ে ওঠে।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে। 

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলো।

Related Articles

Latest Articles