ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোর দায়ে ৯৪টি মামলা করা হয়েছে।
বিমানবন্দর এলাকা ‘নীরব জোন’ বাস্তবায়নে আজ রোববার প্রথম দিন পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, সিটি করপোরেশন ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ/নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালন করেন।
ডিএমপি ট্রাফিক উত্তরা বিভাগের সমন্বয়ে এসব অভিযান পরিচালিত হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ৫৮টি মামলা করে ২০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে। অন্যদিকে ট্রাফিক উত্তরা বিভাগ ৩৬টি মামলা করে জরিমানা আদায় করে ৯৫ হাজার টাকা।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নীরব জোন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
গত ২০ জানুয়ারি ডিএমপি জানায়, ২৫ জানুয়ারি থেকে বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গত বছরের সেপ্টেম্বর মাসে বিমানবন্দর এলাকা এবং তার উত্তর-দক্ষিণে স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল ‘লা মেরিডিয়ান’ পর্যন্ত দেড় কিলোমিটার সড়ককে ‘নীরব জোন’ ঘোষণা করা হয়।
ঘোষিত অন্যান্য ‘নীরব জোনের’ মধ্যে রয়েছে—গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী এসব এলাকায় হর্ন বাজানো দণ্ডনীয় অপরাধ।
