-6.2 C
New York

সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা চলছে

সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই জনসভা শুরু হয়।

আম্বরখানা জামে মসজিদের খতিব মাওলানা সালেহ আহমেদ কোরআন থেকে তেলাওয়াত করেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে এই জনসভায় উপস্থিত থাকবেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেবেন। বেলা ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি জনসভায় পৌঁছাননি। এই জনসভার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক প্রচার শুরু করতে চলেছেন দলের চেয়ারম্যান। 

গতকাল বুধবার রাত থেকেই আলিয়া মাদ্রাসা মাঠের এক পাশে শামিয়ানা টানিয়ে ত্রিপলের ওপর শুয়ে–বসে বহু নেতা–কর্মী রাত কাটান। আজ বৃহস্পতিবার সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতা–কর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন।

গত রাতে সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করেন তারেক রহমান। পরে তিনি দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে উপস্থিত দলীয় নেতা–কর্মী ও সমবেতদের সামনে বক্তব্য দেন। 

Related Articles

Latest Articles