-6.2 C
New York

সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন। গতকাল বুধবার রাতে সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত শেষে তিনি নির্বাচনী প্রচার শুরু করেন।

পরে তিনি দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে উপস্থিত দলীয় নেতা–কর্মী ও সমবেতদের সামনে বক্তব্য দেন। এ সময় আসন্ন নির্বাচনে তিনি দলের পক্ষ থেকে ভোট চান।

২২ বছর পর শ্বশুরবাড়িতে গেলেন তারেক রহমান, তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান। রাত ১২টা ৪০ মিনিটের দিকে তারা পৌঁছালে হাজারো মানুষ তাদের স্বাগত জানান।

উপস্থিতদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতির লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন। দল ক্ষমতায় গেলে তিনি নিম্ন আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষিক্ষেত্রে সহায়তা সম্প্রসারণের জন্য কৃষক কার্ড চালু করার প্রতিশ্রুতি দেন।

‘সিলেটের অনেক তরুণ বিদেশে যান। আমরা তাদের প্রশিক্ষণ দিতে চাই, যাতে তারা ভালো আয় করতে পারেন,’ বলেন তিনি।

তারেক রহমান আরও ঘোষণা দেন, বিএনপি সেচ সুবিধা সম্প্রসারণ করবে। কৃষিকে শক্তিশালী করার জন্য প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা খাল খনন কর্মসূচি আবার শুরু হবে।

গত ১৬ বছরের শাসনের সমালোচনা করে তিনি বলেন, স্বৈরশাসক জনগণকে তাদের মত প্রকাশের স্বাধীনতা এবং ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল। বিএনপি একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে ভোটারদের সেই অধিকার ফিরিয়ে দিতে চায়।

সিলেটের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ডা. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। সন্তান হিসেবে আপনাদের কাছে আমার চাওয়া, এই আসনে বিএনপির জয় নিশ্চিত করবেন।

Related Articles

Latest Articles