-4.6 C
New York

পুরান ঢাকায় যার নামে গড়ে উঠে ‘জাভেদ মহল্লা’

ঢাকাই চলচ্চিত্রের সোনালি দিনের চিত্রনায়ক ইলিয়াস জাভেদ। শুধু অভিনয়েই নয়, নৃত্যেও তার ছিল অসাধারণ দখল। নৃত্য পরিচালনার মধ্য দিয়েই দেশীয় সিনেমায় তার অভিষেক ঘটে। সিনেমা থেকে অবসরের পর এই চিত্রনায়ক খুব একটা জনসমক্ষে আসতেন না। তবে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পুরান ঢাকার সিদ্দিক বাজারের একটি এলাকা তার নামেই ‘জাভেদ মহল্লা’ হিসেবে পরিচিত।

১৯৬৪ সালে উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’র মাধ্যমে নায়ক হিসেবে অভিষেক হয় জাভেদের। তবে ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘পায়েল’ সিনেমার মাধ্যমে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। এই ছবিতে তার নায়িকা ছিলেন শাবানা। প্রায় ২০০ সিনেমায় অভিনয় করেছেন তিনি। নব্বই দশক পর্যন্ত তিনি সিনেমায় কাটিয়েছেন সোনালি সময়।

‘জাভেদ মহল্লা’র গল্প

দ্য ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে ইলিয়াস জাভেদ বলেছিলেন, ‘পুরান ঢাকায় সিদ্দিক বাজারে আমার জীবনের অনেক স্মৃতি আছে। এগুলো তো আর ভুলে যাওয়ার কথা নয়। ওখানকার লোকজন আমাকে ভালোবেসেছে ও সম্মান জানিয়েছে। সেখানে একটি মহল্লার নাম আমার নামে করেছে। শারীরিকভাবে সুস্থ থাকা পর্যন্ত সময় পেলেই ওই এলাকায় যেতাম। সেখানকার মানুষ ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতাম। এখন আর যাওয়া হয় না। সেই মহল্লাটা “জাভেদ মহল্লা” নামে পরিচিত। তবে বর্তমানে আমি নতুন ঢাকার উত্তরার ১৪ নম্বর সেক্টরে বসবাস করছি।’

অভিনেত্রী শাবানার বাবা ফয়েজ চৌধুরী পরিচালিত ‘মালকা বানু’ ছবির সুপারহিট গান ‘মালকা বানুর দেশেরে বিয়ার বাদ্য বাজে’, ‘মনের এ ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে’ এবং ‘চাকভূম চাকভূম চাঁদনী রাতে’—এই গানগুলোর নৃত্য পরিচালনা করেছিলেন জাভেদ।

জাভেদ অভিনীত আলোচিত ছবির মধ্যে রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রভান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি গোলাম’, ‘নরম গরম’, ‘তিন বাহাদুর’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘আজো ভুলিনি’, ‘চোরের রাজা’ ও ‘জালিম রাজকন্যা’। বিশেষ করে ‘নিশান’ সিনেমায় তার অভিনীত ‘কালু’ চরিত্রটি দর্শকের মনে চিরস্থায়ী হয়ে থাকবে।

তার নায়িকাদের তালিকায় ছিলেন শাবানা, ববিতা, কবরী, অলিভিয়া, অঞ্জু ঘোষ, রোজিনা, নূতন ও সুচরিতা।

১৯৪৪ সালে আফগানিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন জাভেদ। পরে সেখান থেকে তার পরিবার পাঞ্জাবে চলে আসে। ১৯৬৩ সালে মাতৃভূমি ছেড়ে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন। আজ ২১ জানুয়ারি ২০২৬, ঢাকায় শেষনিশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য অভিনেতা।

Related Articles

Latest Articles