-6.2 C
New York

লড়াকু প্রত্যাবর্তনে ভুটানের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশের

ব্যাংককে চলমান প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে আবারও লড়াকু মানসিকতার দারুণ নজির রাখল বাংলাদেশ। ম্যাচে দুই গোল পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে মূল্যবান এক পয়েন্ট আদায় করে নেয় লাল-সবুজের মেয়েরা।

শনিবার ননথাবুরি স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী জয়ের রেশ নিয়েই মাঠে নামে বাংলাদেশ। তবে ম্যাচের পঞ্চম মিনিটেই প্রথম আঘাত হানে ভুটান। দ্রুত গোল খেয়ে কিছুটা চাপে পড়লেও খুব দ্রুতই ম্যাচে ফেরে বাংলাদেশ। মিডফিল্ড থেকে নেওয়া শক্তিশালী লং-রেঞ্জ শটে সমতা ফেরান মাতসুশিমা সুমাইয়া।

সমতায় ফেরার পর ম্যাচটি হয়ে ওঠে সমানতালে চলা লড়াই। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও বিরতির আগ পর্যন্ত আর গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার ছন্দ পায় ভুটান। আক্রমণের ধারাবাহিকতায় ৩০তম মিনিটের মধ্যেই আরও দুটি গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় তারা।

এই অবস্থায়ও দমে যায়নি বাংলাদেশ। মাঠে নেতৃত্ব দেন অধিনায়ক সাবিনা খাতুন। ব্যক্তিগত নৈপুণ্যে অসাধারণ এক গোল করে ব্যবধান কমান তিনি। ঠিক এক মিনিটের ব্যবধানে ভুটানের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন মাসুরা পারভীন। মুহূর্তেই ম্যাচে ফিরে আসে সমতা।

শেষ দিকে জয়ের আশায় আক্রমণের গতি বাড়ায় বাংলাদেশ। একের পর এক সুযোগ তৈরি হলেও ভাগ্য সহায় হয়নি। ফলে রোমাঞ্চে ঠাসা এই ম্যাচটি শেষ পর্যন্ত ৩-৩ সমতায় গড়ায়।

এই ড্রয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ শেষে এক পয়েন্ট সংগ্রহ করল বাংলাদেশ। সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে পরবর্তী ম্যাচে আগামী ২১ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের মেয়েরা।

Related Articles

Latest Articles