২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার যে আবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছে, সে বিষয়ে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি। তবে লজিস্টিক জটিলতায় শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার সম্ভাবনা কম থাকায় ভারতেরই বিকল্প কিছু ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে সম্প্রতি বিসিবি এই আনুষ্ঠানিক অনুরোধ জানায়। মূলত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সুপারিশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান-কে ছেড়ে দেওয়ার পর খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই বিসিবি ভেন্যু পরিবর্তনের দাবি তোলে।
ক্রিকবাজ, এনডিটিভি ও বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হতে চার সপ্তাহেরও কম সময় বাকি থাকায় পুরো আয়োজন অন্য দেশে সরিয়ে নেওয়া আইসিসির জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলে শ্রীলঙ্কার বদলে ভারতের ভেতরেই চেন্নাই এবং তিরুবনন্তপুরমকে বিকল্প ভেন্যু হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) জানিয়েছে, তাদের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আটটি পিচ প্রস্তুত রয়েছে, ফলে তারা অতিরিক্ত ম্যাচ আয়োজন করতে সক্ষম। কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনও তিরুবনন্তপুরমে ম্যাচ আয়োজনের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।
বর্তমানে সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো হলো:
৭ ফেব্রুয়ারি: বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা)
৯ ফেব্রুয়ারি: বনাম ইতালি (কলকাতা)
১৪ ফেব্রুয়ারি: বনাম ইংল্যান্ড (কলকাতা)
১৭ ফেব্রুয়ারি: বনাম নেপাল (মুম্বাই)
শনিবার সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, দলের নিরাপত্তার প্রশ্নে বোর্ড তাদের অবস্থানে অনড় থাকবে।
তিনি বলেন, ‘আইসিসির কাছ থেকে আমরা এখনও কোনো আনুষ্ঠানিক জবাব পাইনি। তবে আমরা নির্দেশনার অপেক্ষায় আছি, যা সোমবার বা তার পরে পাওয়া যেতে পারে।’
ফেব্রুয়ারির শুরুর দিকে দলগুলো অনুশীলনের জন্য ভারতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেই লক্ষ্যে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আইসিসির ওপর চাপ বাড়ছে।
