সুপ্রিম কোর্টের আইনজীবী ও আসন্ন সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলাময়ের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হয়েছে।
আজ রোববার বিএনপিপন্থী আইনজীবী রিদওয়ান হোসেন রবিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ মামলা করেন।
পেনাল কোডের ২৯৮ ও ৩৪ ধারায় এ মামলা করা হয়েছে বলে অভিযোগকারীর আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
মামলায় ‘ডিএসএন’ নামে একটি ইউটিউব চ্যানেলকেও আসামি করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান তালুকদার দ্য ডেইলি স্টারকে বলেন, ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেছেন এবং মামলাটি তদন্ত করে ২৭ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে ডিএমপির গোয়েন্দা শাখাকে (ডিবি) নির্দেশ দিয়েছেন।’
মামলার বিবরণীতে বলা হয়, কয়েকদিন আগে আইনজীবী শিশির মনির ‘রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ-ওপিঠ’ উক্তি করেছেন যা ইসলাম ধর্মে বিশ্বাসীদের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে।
ইউটিউব চ্যানেল ‘ডিএনএস’ ওই বক্তব্যের ভিডিও প্রকাশ করে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টা করেছে বলেও এতে উল্লেখ করা হয়।
