দেশের তিন জেলায় তিনজনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক কৃষকের দুই পা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। যশোরে তানভীর (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ফারজানা আক্তার নামে এক গৃহবধূ ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কৃষক মনির মোল্লার (৫০) দুই পা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার পারাবর্তা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, ধারালো অস্ত্র দিয়ে মনিরের দুই পা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।
যশোরে তানভীর (২২) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তানভীর যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মিন্টু মিয়ার ছেলে।
যশোর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন ডেইলি স্টারকে বলেন, নিহতের প্যান্টের পকেটে থেকে ৬১টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক নূর আলীর ছুরিকাঘাতে স্ত্রী ফারজানা আক্তার (২০) নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভাড়া বাসা থেকে বাবার বাড়ি যাওয়ার সময় কথা-কাটাকাটির এক পর্যায় ফারজানাকে ছুরিকাঘাত করেন নূর। পরে আহত অবস্থায় ফারজানাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সেখান থেকে নূরকে আটক করে পুলিশ। চার বছর আগে ফারজানার সঙ্গে নূরের বিয়ে হয়। তাদের দুই বছরের একটি সন্তান রয়েছে।
চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন ডেইলি স্টারকে বলেন, পুলিশ নূরকে আটক করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
(সংবাদদাতাদের পাঠানো তথ্য)
