4.9 C
New York

কেন হঠাৎ এফডিসিতে বাপ্পারাজ, অপু বিশ্বাসসহ একঝাঁক তারকা

এফডিসিতে আজ রোববার দুপুরে হাজির হয়েছিলেন বাপ্পারাজ, চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিরব হোসেন, শিবা শানু, কণ্ঠশিল্পী মেহরীনসহ ঢালিউডের অনেক তারকা।

প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে বাংলা ফেস্ট এবং ঢালিউড অ্যাওয়ার্ড ইন লন্ডন (বিএফডিএ)। আর এ কারণেই তারকাদের হঠাৎ এই উপস্থিতি।

আজ রোববার দুপুরে বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুল, শেফ টমি মিয়া, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাসিক আহমেদ।

আয়োজকদের মতে, বাংলাদেশি চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনকে আরও পরিচিত করতে ২০২৬ সালের অক্টোবর মাসে লন্ডনে অনুষ্ঠিত হবে টমি মিয়া’স ঢালিউড অ্যাওয়ার্ড। সেখানে বাংলাদেশের বহু তারকা অংশ নেবেন।

এই আয়োজনকে বাংলাদেশের সিনেমা, স্থানীয় প্রতিভা ও আন্তর্জাতিক দর্শকের মধ্যে নতুন সেতুবন্ধন হিসেবে দেখছেন পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সালাউদ্দিন লাভলু, দেওয়ান নজরুল, গাজী মাহবুব, দেবাশীষ বিশ্বাস, বুলবুল বিশ্বাস, অপূর্ব রানা, সাইমন তারেকসহ অনেকে।

Related Articles

Latest Articles