4.9 C
New York

২০২৬ বিশ্বকাপ ড্র: ১২ গ্রুপে দলগুলোর কার, কী সমীকরণ

Video of ২০২৬ বিশ্বকাপ ড্র— ১২ গ্রুপে দলগুলোর কার, কী সমীকরণ | 2026 FIFA WORLD CUP DRAW ANALYSIS

২০২৬ সালের বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আয়োজন করতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর।

শুক্রবার অনুষ্ঠিত হওয়া ড্রয়ের পর ফুটবলবিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু এখন, কারা এই বিস্তৃত ও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের সবচেয়ে বড় দাবিদার? ইউরোপের দুর্ধর্ষ স্পেন থেকে শুরু করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আর গত ফাইনালের ক্ষত বয়ে বেড়ানো ফ্রান্স— সবাইই তাকিয়ে আছে সোনালি শিরোপার দিকে। শুরু হয়ে গেছে শক্তি ও সম্ভাবনার বড় হিসাব-নিকাশ।

Related Articles

Latest Articles