4.9 C
New York

ধর্মের নামে একটি গোষ্ঠী বিভাজন সৃষ্টি করছে: মির্জা ফখরুল

দেশে ধর্মের নামে একটি গোষ্ঠী বিভাজন সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার সকালে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘আজকে বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। একটি গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়।’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মভীরু, অবশ্যই ধর্ম মেনে চলি। ‘কিন্তু ধর্মকে নিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করায় বিশ্বাস করি না।’

‘আমরা মনে করি, বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করবে, একইভাবে থাকবে। ১৯৭১ সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, তার মূল ভিত্তি ছিল, সকলের বাংলাদেশ।’

মির্জা ফখরুল বলেন, ‘সব প্রতিবন্ধকতা দূর করে, তাদেরকে পরাজিত করে, সব অপপ্রয়াসকে পরাজিত করে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। সামনের সারিতে যারা থাকবে তারা হচ্ছে এই ছাত্রদল, যারা ভ্যানগার্ড হিসেবে, অগ্রবর্তী সৈনিক হিসেবে থাকবে।’

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’র এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার মধ্য দিয়ে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে গিয়ে জনগণের কাছে নিয়ে যেতে হবে।’

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন যেসব উন্নয়ন ও সংস্কার কার্যক্রম করেছে সেগুলো তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপি সবসময় পথ খুলে দিয়েছে, জানালা খুলেছে, রাস্তা খুলেছে, এভিনিউ তৈরি করেছে—এটা বিএনপির অবদান। সে জন্যই আমরা জোর করায় বলতে পারি, বাংলাদেশের যা কিছু অর্জন অবশ্যই বিএনপির মাধ্যমে এসেছে।’

‘১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের পরে গণতন্ত্রে ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়, প্রচারণা চলে, অপপ্রচার চলে। সবচেয়ে বড় একটা অপপ্রচার চলছে। এই প্রচারের বিরুদ্ধেও আমাদেরকে কাজ করতে হবে। আমি সবসময় বলি, সাইবার ওয়ারে যদি আমি যোদ্ধা হতে না পারি তাহলে কিন্তু পরাজিত হয়ে যাব। এটা ইয়াং জেনারেশনকে করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা যখন ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম, আন্দোলন করছিলাম, আমরা বিভাগীয় সমাবেশগুলোতে সবসময় একটি কথাই খুব জোর দিয়ে বলতাম—তরুণদেরকে এগিয়ে আসতে হবে, যুবকদেরকে এগিয়ে আসতে হবে, ছাত্রদেরকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে বেরিয়ে আসতে হবে। তরুণরা বেরিয়ে এসে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যেদিন সেটা হয়েছে, সেদিনই এই পরিবর্তনটা এসেছে।’

তিনি বলেন, ‘আজকে এই কথাটি মনে রেখেই ছাত্রদলকে সামনের দিকে এগুতে হবে। তোমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সামনের নির্বাচনে এই সত্যকে প্রতিষ্ঠা করা যে, বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল, যে দল জাতিকে একটা সমৃদ্ধ জাতিতে পরিণত করতে পারে।’

Related Articles

Latest Articles