7.1 C
New York

সব সাংগঠনিক নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েও বায়রাকে অনুমতি দিলো ইসি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব পেশাজীবী সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিলেও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) নির্বাহী কমিটির নির্বাচন আয়োজনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, আচরণবিধি যথাযথভাবে অনুসরণ সাপেক্ষে আগামী ১৭ জানুয়ারি ২০২৬–২০২৮ মেয়াদের জন্য বায়রার দ্বিবার্ষিক নির্বাচন ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে আয়োজনের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

ইসির চিঠিতে এ সংক্রান্ত প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ১২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব পেশাজীবী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

এ নির্দেশনা বাস্তবায়নের জন্য ৩৮টি সরকারি কর্তৃপক্ষকে তা অনুসরণের নির্দেশও দেওয়া হয়।

ইসির ১২ জানুয়ারির নির্দেশনায় বলা হয়, সংসদ নির্বাচন ও গণভোট যেন সব ধরনের প্রভাবমুক্ত থাকে, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনাটি পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, সাংবাদিক সংগঠন, ব্যবসায়ী সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ অন্যান্য সংগঠনের নির্বাচনেও প্রযোজ্য হবে।

Related Articles

Latest Articles