7.1 C
New York

চ্যাটজিপিটির নতুন ফিচার ‘চ্যাটজিপিটি হেলথ’

ওপেনএআই বুধবার আনুষ্ঠানিকভাবে চ্যাটজিপিটি হেলথ নামে একটি নতুন ফিচার উন্মোচন করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্বাস্থ্যসংক্রান্ত বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে আলাদাভাবে নির্দিষ্ট পরিসরে কথা বলতে পারবেন।

মানুষ আগেও চ্যাটজিপিটিকে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক নানা প্রশ্ন করত। ওপেনএআই জানিয়েছে, প্রতি সপ্তাহে প্রায় ২৩ কোটি মানুষ এই প্ল্যাটফর্মে স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে প্রশ্ন করেন। তবে নতুন চ্যাটজিপিটি হেলথ ফিচারে এসব আলোচনা ব্যবহারকারীর অন্যান্য চ্যাট থেকে আলাদা রাখা হবে। ফলে ব্যবহারকারীর স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বা কথোপকথনের প্রেক্ষাপট স্বাভাবিক চ্যাটে হঠাৎ করে উঠে আসবে না।

যদি কোনো ব্যবহারকারী এই ফিচারের বাইরে স্বাস্থ্য নিয়ে কথা বলতে শুরু করে, তাহলে চ্যাটজিপিটি নিজেই তাকে হেলথ ফিচার ব্যবহারে উৎসাহিত করবে।

তবে এই ফিচার পুরোপুরি বিচ্ছিন্নও নয়। এখানে চ্যাটজিপিটি ব্যবহারকারীর আগের সাধারণ চ্যাটের কিছু প্রাসঙ্গিক তথ্য মনে রাখতে পারবে।

তবে ওপেনএআই স্পষ্ট করে জানিয়েছে, হেলথ ফিচারের কথোপকথন তাদের এআই মডেল প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে না।

ওপেনএআইয়ের অ্যাপ্লিকেশন বিভাগের সিইও ফিদজি সিমো ব্লগ পোস্টে লিখেছেন, স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যাগুলোর প্রেক্ষিতেই চ্যাটজিপিটি হেলথ ফিচার চালু করা হয়েছে।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের সঙ্গে নতুন কিছু চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। চ্যাটজিপিটির মতো বড় ভাষাভিত্তিক মডেলগুলো (এলএলএম) অনুমান করে সম্ভাব্য প্রশ্নের উত্তর দেয়। তবে সবচেয়ে সঠিক উত্তর যাচাই করে তারপর দেয়। কারণ এই মডেলগুলোর সত্য-মিথ্যা বোঝার নিজস্ব কোনো ধারণা নেই। ফলে এআই কখনো কখনো ভুল বা কল্পিত তথ্যও দিতে পারে।

এমনকি ওপেনএআই তাদের নিজস্ব শর্তাবলীতেই উল্লেখ করেছে, চ্যাটজিপিটি কোনো স্বাস্থ্য সমস্যার রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য ব্যবহার করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি।

ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি হেলথ ফিচারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।

Related Articles

Latest Articles