লিভারপুলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে বলে অভিযোগ করেছেন দলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ। লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ ড্রয়ের পর বিস্ফোরক মন্তব্যে তিনি বলেছেন, ক্লাব তাকে ‘বাসের নিচে ফেলে দিয়েছে’ এবং সব দোষ তাঁর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
শনিবার লিডসের বিপক্ষে ম্যাচে সালাহ পুরোটা সময় বেঞ্চেই পার করেন। এতে করে টানা তৃতীয় ম্যাচ তিনি বেঞ্চে বসে কাটিয়েছেন। হতাশ সালাহ ম্যাচ শেষে সাংবাদিকদের দেন বিস্ফোরক প্রতিক্রিয়া, ‘খুব পরিষ্কার, কেউ চাইছে আমি যেন সব দোষের ভার নেই।
সালাহর দাবি, কোচ আর্নে স্লটের সঙ্গে তার সম্পর্ক হঠাৎ করেই ভেঙে গেছে, ‘আমি বারবার বলেছি, আমাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। আর হঠাৎ করে কোনো সম্পর্কই নেই। কেন এমন হলো, আমি জানি না। মনে হচ্ছে কেউ আমাকে ক্লাবেই চায় না।’
ইয়ান রাশ ও রজার হান্টের পর লিভারপুলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সালাহ; ৪২০ ম্যাচে তার গোল ২৫০টি। লিভারপুলের অনেক সাফল্যের নায়ক ক্ষোভ নিয়ে বলেন, ‘ক্লাব আমাকে বাসের নিচে ফেলে দিয়েছে—এটাই আমার অনুভূতি। আমি মনে করি, কেউ চায় আমি সব দায় নিই।’
তবে ক্লাব নিয়ে সালাহর ভালোবাসায় কোনো পরিবর্তন নেই। আছে অপরিমিত আবেগ, ‘এই ক্লাবকে আমি সবসময় সমর্থন করব, আমার বাচ্চারাও করবে। আমি ক্লাবকে ভালোবাসি এবং ভালোবাসতে থাকব। তবে পরিস্থিতি আমার কাছে গ্রহণযোগ্য নয়।’
নিজের অবস্থান নিয়ে সালাহ বলেন, ‘আমি প্রতিদিন লড়াই করার প্রয়োজন দেখি না, কারণ জায়গাটা আমি অর্জন করেছি। কারও চেয়ে বড় নই, কিন্তু নিজের জায়গার জন্য আমি যথেষ্ট করেছি।’
১৫ ডিসেম্বর আফ্রিকা কাপ অব নেশনসে যোগ দিতে যাচ্ছেন সালাহ। গত এপ্রিলেই লিভারপুলের সঙ্গে নতুন দুই বছরের চুক্তি করলেও এখন নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন তিনি। ৩৩ বছর বয়সী সালাহ গত মৌসুমে প্রিমিয়ার লিগে ২৯ গোল করে স্লটের অধীনে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন। তবে নতুন মৌসুমে ফর্মে নেই তিনি—১৩ ম্যাচে গোল মাত্র চারটি। তার বাজে ছন্দের মাঝে ধুঁকছে লিভারপুলও।
ক্লাব ও কোচের সঙ্গে তাল কেটে যাওয়ায় সালাহ হয়ত অ্যানফিল্ড ছেড়ে দিতে পারেন। সৌদি প্রো লিগ অনেকদিন ধরেই সালাহকে দলে নিতে আগ্রহী। বিশেষ করে আল-হিলাল তাকে চায় বলে জানা গেছে। বিবিসি স্পোর্ট জানিয়েছে, সৌদিদের আগ্রহের মাঝে সালাহর ভবিষ্যৎ নিয়ে লিভারপুলও ‘খোলা মন’ রাখছে।
লিডসের বিপক্ষে ম্যাচে ২-০ এবং ৩-২ ব্যবধানে এগিয়েও লিভারপুল শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র করেছে। সালাহকে কেন নানামো হয়নি এই ব্যাখ্যা দিয়েছেন লিভারপুল কোচ। ম্যাচের পর স্কাই স্পোর্টসকে কোচ স্লট বলেন, ‘৩-২ অবস্থায় আমাদের গোলের প্রয়োজন ছিল না। তাই সালাহকে নামাইনি। গোলের প্রয়োজন হলে, গত সপ্তাহের মতো, তাকে নামাতাম।’
এর আগে প্রী- ম্যাচ সংবাদ সম্মেলনে স্লট বলেন, সালাহকে নিয়ে আলোচনা স্বাভাবিক, ‘তিনি আমার ও দলের জন্য ছয়-সাত বছর ধরে অসাধারণ ছিলেন। তিনি না খেললে আলোচনা হতেই পারে।’
