4.9 C
New York

ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় ২ ভাইসহ নিহত ৩

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহত দুজনের দুই ভাই ও তাদের একজন বন্ধু রয়েছে।

শনিবার রাত দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মাধবপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন—কুষ্টিয়ার কুমারখালীর করিম মণ্ডলের ছেলে রিমন মণ্ডল (২২) ও সুমন মণ্ডল (২৫)। নিহত আরেকজন রিমনের বন্ধু ওই একই গ্রামের বাসিন্দা শাহিন আলমের ছেলে মোটরসাইকেল চালক আসিফ আলম (২২)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জরুরি সেবা নম্বরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ওই তিন তরুণকে মৃত অবস্থায় রাস্তার ওপর পড়ে থাকতে দেখি।

তিনি আরও জানান, এ ঘটনার পর নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।

পুলিশ জানায়, ওই তিন তরুণ মোটরসাইকেলে ভাঙ্গা থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন। রিমনের বন্ধু আসিফ মোটরসাইকেল চালাচ্ছিলেন। পেছনে বসা ছিল দুই ভাই। তারা মাধবপুর সেতুর কাছে যাওয়ার পর একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

Related Articles

Latest Articles